ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীর পাইকারী বাজারে বাড়ল পেঁয়াজের দাম

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ১৫ জুলাই ২০২৪

রাজবাড়ীতে গত সপ্তাহের চাইতে চলতি সপ্তাহের শুরুতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে।

রাজবাড়ীতে গত সপ্তাহের চাইতে চলতি সপ্তাহে পেঁয়াজের কেজিতে বাজার দর আরো এক ধাপ বেড়েছে । মান ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজে ২৫থেকে ৩০ টাকা বেড়েছে।

গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত যে পেঁয়াজ ৮০ টাকা থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, চলতি সপ্তাহের শনিবার থেকে সে পেঁয়াজের কেঁজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে ১০৫ টাকা থেকে ১১০ টাকা বিক্রি হচ্ছে।

পাইকারী বাজারে পেঁয়াজের সরবরাহ কম ও বাজারে দর বৃদ্ধির কারণে পেঁয়াজের বাজার দর বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজার দর উর্দ্ধগতির কারনে স্বল্প ও মধ্যবৃত্ত আয়ের মানুষ  বাজারে পেঁয়াজ কিনতে এসে হিমশিম খাচ্ছেন।

ক্রেতারা জানান, বাজারে পেঁয়াজের দাম বেড়েই  চলছে। বাজারে প্রশাসনের কোন নজরদারী না থাকায় প্রতিনিয়ত দাম বৃদ্ধি হচ্ছে। এতে ক্রেতারা চরম সমস্যায় পরছেন বলে জানান

ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন পাইকারী বাজারে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় মণ প্রতি  ৭ থেকে ৮ শো টাকা বেড়েছে। বর্তমানে প্রতি মণ দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৪ হাজার  টাকায় । প্রতি কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ১শো  টাকা কেজি দরে, এ কারণে বাজারে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০  টাকা কেজি দরে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি